অনলাইন বিজনেস(online business) সম্প্রসারণের জন্য যেমন ডোমেইন হোস্টিং-এর প্রয়োজনীয়তা রয়েছে ঠিক তেমনি একটি ওয়েবসাইট বানানোর পর সেটা কাংখিত ভোক্তার নিকট পৌছে দেওয়াও একটা গুরত্বপূর্ণ বিষয়। কেননা সঠিকভাবে ডোমেইন হোস্টিং নির্বাচন-এর পরেও বিশেষ কাজ বাকি থেকে যায়। আর সেটি হল ওয়েবসাইটটিকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আর এই কাজটি আমরা কিভাবে করতে পারি সেটা নিয়েই আজকের আলোচনা।
ওয়েবসাইট বানানোর পর লক্ষ্য (target) কি থাকবে?
অবশ্যই সেটা ভিজিটর(visitor) আনা। ওয়েবসাইটে ভিজিটর আসাটাকে বলে ট্রাফিক(traffic)। আর ট্রাফিক বৃদ্ধিতে কি কি করা প্রয়োজন সেটা হয়ত আমাদের অনেকেরই সঠিকভাবে জানা নেই।
তো, ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধির জন্য যেসকল পদক্ষেপ গ্রহণ করতে পারেনঃ
১/ এসইও (SEO)
২/ ডিজিটাল মার্কেটিং (Digital marketing)
এসইওঃ এসইও বা SEO এর পূর্ণরূপ হল search engine optimization। অর্থাৎ ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য প্রস্তুতকরণ। সার্চ ইঞ্জিনগুলো হল গুগল(google), ইয়াহু(yahoo), bing(বিং), ডাকডাকগো(duckduckgo), পিপিলিকা(pipilika)। সার্চ ইঞ্জিনের সাহায্যে কোনো কিছু খোঁজার (যাকে সংক্ষেপে আমরা অনেকেই বলে থাকি “গুগল করা” ।কেননা গুগল বর্তমানে সব থেকে জনপ্রিয় এবং পরিচিত একটি সার্চ ইঞ্জিন) ফলে যে ফলাফলগুলো আসে, সেটা সম্ভব হয় মূলত এসইও এর জন্যই। যেহেতু আমরা সবাই মোটামুটি গুগলকেই চিনি তাই এসইও-টা করতে হবে গুগল ভিত্তিক। বিষয় ভিত্তিক এর ওপর নির্ভর করে এসইও অনেক অনেক ধরনের হয়।
ভৌগলিক বিবেচনায় দুই ধরনেরঃ
১/ লোকাল এসইও (local SEO)
২/ গ্লোবাল এসইও বা শুধু এসইও বলে
লোকাল এসইও হল নির্দিষ্ট কোনো এলাকা টার্গেট করে এসইও করা। যেমনঃ আপনার পণ্য বা সার্ভিস যদি কেবল বাংলাদেশ নির্ভর হয় তবে আপনি বাংলাদেশের জন্য লোকাল এসইও করবেন।
আর গ্লোবাল এসইও হল পুরো বিশ্বকে টার্গেট করে এসইও করা। তাই, আপনার পণ্য বা সার্ভিস যদি সমগ্র বিশ্বের জন্য হয় তাহলে গ্লোবাল এসইও করবেন।
ডিজিটাল মার্কেটিংঃ ডিজিটাল মার্কেটিং হল ভার্চুয়াল প্লাটফর্ম(virtual platform) ব্যবহার করে ভোক্তার নিকট পণ্য বা সার্ভিস তুলে ধরা। এটি বিভিন্নভাবে করা হয়ে থাকে। এর মধ্যে
- সোস্যাল মিডিয়া মার্কেটিং(social media marketing),
- ইমেইল মার্কেটিং(email marketing),
- এসএমএস মার্কেটিং(SMS marketing) বেস উল্লেখযোগ্য।
- এফিলিয়েশন (affiliation)
সোস্যাল মিডিয়া, ইমেইল ,এসএমএস এর মাধ্যমে পণ্য/সেবা প্রদানকারী তার পণ্য বা সার্ভিস ভোক্তার নিকট পৌছে দেওয়াই হল মূল উদ্দেশ্য। আর এই মাধ্যম ব্যবহার পণ্য বা সার্ভিসের সঠিকভাবে প্রদর্শনের বিকল্প ওয়েবসাইট ছাড়া আর কোনোটি নেই।
পরবর্তীতে এসইও নিয়ে আরও আলোচনা করার চেষ্টা করা হবে। আজ এ পর্যন্তই।
0 Comments